ফুটন্ত পানি। প্রতীকী ছবি

স্ত্রীর ছোড়া গরম পানিতে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন স্বামী

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, নাসির এবং তার স্ত্রী মিনু প্রায়ই ঝগড়া করত।

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:২২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৪:১৬
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:২২ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৪:১৬


ফুটন্ত পানি। প্রতীকী ছবি

(প্রিয়.কম) স্ত্রীর ছোড়া গরম পানিতে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দশে চলে গেলেন স্বামী নাসির উদ্দিন (৫০)। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৪ সেপ্টেম্বর নাসির যখন ঘুমিয়ে ছিল তখন স্ত্রী মিনু বেগম (৩৫) তার উপর গরম পানি ছুড়ে মারেন। নাসির উদ্দিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠায়।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, নাসির এবং তার স্ত্রী মিনু প্রায়ই ঝগড়া করত। ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় নাসিরের শরীরে মরিচ, লবণ মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয় তার স্ত্রী মিনু।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মিনু বেগমকে প্রধান আসামি করে নাসিরের ভাই শাহেব উদ্দিন হত্যা চেষ্টার মামলা করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মিনু বেগম পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রিয় সংবাদ/আশরাফ

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...