চান্দিকা হাতুরসিংহে। ছবি: এএফপি

'কেউ থাকতে না চাইলে জোর করার প্রশ্নই আসে না'

দক্ষিণ আফ্রিকা সফরে একটা ম্যাচের ফলাফলও বাংলাদেশের পক্ষে আসেনি। এমন দুঃস্বপ্নের সিরিজ চলাকালীন হাতুরুসিংহের সেই প্রস্তাব আমলে নেয়নি বিসিবি।

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৭, ২১:১৭ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২১:৩২
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৭, ২১:১৭ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ২১:৩২


চান্দিকা হাতুরসিংহে। ছবি: এএফপি

(প্রিয়.কম) বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়তে চান চান্দিকা হাতুরুসিংহে। ০৯ নভেম্বর বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বরাতে জানা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দিয়েছেন এই লংঙ্কান কোচ। এই ব্যাপারে প্রথমে কেউ কথা না বললেও মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেই পদত্যাগ করতে চেয়েছিলেন হাতুরুসিংহে। এই কথার রেশ ধরে আরও বলেন হাতুরুসিংহে কোচের দায়িত্বে থাকতে না চাইলে তাকে জোর করবে না বিসিবি। 

দক্ষিণ আফ্রিকা সফরে একটা ম্যাচের ফলাফলও বাংলাদেশের পক্ষে আসেনি। এমন দুঃস্বপ্নের সিরিজ চলাকালীন হাতুরুসিংহের সেই প্রস্তাব আমলে নেয়নি বিসিবি। পাপন বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, ও একটা চিঠি দিয়েছে আমার কাছে। সম্ভবত দ্বিতীয় টেস্টের পরে বা ওই সময়টায়। একদম নিশ্চিত নই। তবে নিশ্চিতভাবেই অক্টোবরের ১৫ তারিখের আগে। ওখানটায় সে সুনির্দিষ্ট কারণ দেখায়নি। কাজেই ওর সঙ্গে কথা বলার আগ পর্যন্ত বলা মুশকিল পদত্যাগ করতে চাওয়ার কী কারণ? সে বলেছে কোচের দায়িত্ব পালনে আর ইন্টারেস্টেড না। এটা পেশাদারীত্বের ব্যাপার, আমরাও পেশাদারভাবে নেব। কেউ থাকতে না চাইলে জোর করার প্রশ্নই আসে না। যেটা করা উচিত, সেভাবেই করব। কেন যেতে চাচ্ছে, সেটা জানতে চাইব।'

বাংলাদেশের প্রতি হঠাৎ ইন্টারেস্ট হারানোর কারণ হিসেবে সামনে এসেছে শ্রীলঙ্কার কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ও সুযোগ-সুবিধা। মাসিক ২২ লাখ টাকা বিসিবি থেকে বেতন পান তিনি। ক্রিকইনফোর সেই প্রতিবেদন থেকে জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) এই ব্যাপারটিতে আলোকপাত করে হাতুরুসিংহের সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছে।

মূলত শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রস্তাব পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন হাতুরুসিংহে। দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেই প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এক বছর আগেই শ্রীলঙ্কা থেকে তার প্রস্তাব ছিল। শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি ডেকে নিয়ে তাকে প্রস্তাব দিয়েছিলেন। অন্য জায়গা থেকেও তার প্রস্তাব ছিল, আমাকে দেখিয়েছে। এখন ওর সঙ্গে কথা বলার আগে বলা মুশকিল যে কেন চলে যাচ্ছে। আরও ভালো প্রস্তাব নাকি পারিবারিক কারণ।’

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ছুটি কাটাতে কোচ এখন অস্ট্রেলিয়ায়। পাপন জানিয়েছেন বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ‘সিরিজ শেষে অস্ট্রেলিয়া গিয়ে চুপচাপ বসে আছে, এরকম কিছু আসলেই অস্বাভাবিক। সাধারণত কিছু হলে আমাদেরকে জানায়, কথা বলে। এবার কিন্তু এই সিরিজে সে যোগাযোগই করেনি যেটা অস্বাভাবিক।’

চাইলেই পদত্যাগ করতে পারবেন না হাতুরুসিংহে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। তবে বিশেষ কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারবেন তিনি।  সেক্ষেত্রে এক মাস আগে বোর্ডকে নোটিশ দিতে হবে। এ বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় বিসিবি। আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে ফেরার কথা কোচের। দেশে ফেরার পরই তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।

প্রিয় স্পোর্টস/কামরুল 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...