অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

বন্যা পরিস্থিতির সংকট মোকাবিলায় প্রস্তুত সরকার: অর্থমন্ত্রী

‘দেশের মানুষের জন্য সরকার উচ্চ ব্যয়েই চাল আমদানি করবে’ বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৭, ১৫:২৪ আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১৮:৪৮
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৭, ১৫:২৪ আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১৮:৪৮


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

(প্রিয়.কম) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বন্যার কারণে দেশে যে বিপত্তি হচ্ছে, তা খুবই সাময়িক। বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে। এটা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।’

১৬ আগস্ট বুধবার রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও প্রাণ-আরএফএল এর এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আকস্মিক বন্যার কারণে চালের দাম বেড়ে গেছে। অবশ্য আর্ন্তজাতিক বাজারেও এখন চালের দাম বেশি। দেশে খাদ্যের সংকট যাতে না হয়, সে জন্য চাল আমদানি করা হচ্ছে। এতে অনেক ব্যয় বেড়ে যাচ্ছে। তবে দেশের মানুষের জন্য সরকার উচ্চ ব্যয়েই চাল আমদানি করবে।

অর্থমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে ১০-১২ বছর ধরে প্রবৃদ্ধি হলে ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে না। আমরা আট বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছি। আগামী দুই বছর ক্ষমতায় থাকব এবং প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

প্রিয় সংবাদ/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...