নৌমন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

১৭৮টি নদী খননের পরিকল্পনা সরকারের

হাওর অঞ্চলে ১৮টি নদীর ক্যাপিটাল ড্রেজিং দ্বারা নাব্যতা বৃদ্ধি, নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, পর্যটন, জলাভূমি, ইকোসিস্টেম, সেচ এবং ল্যান্ডিং সুবিধাদি সমন্বিত নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা কাজগুলো চলমান রয়েছে।

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ২০:৩২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৭:৩২
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ২০:৩২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৭:৩২


নৌমন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

(প্রিয়.কম) নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা পুনরুদ্ধারের লক্ষ্যে ১৭৮টি নদী খননের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

২১ জানুয়ারি রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের। 

মন্ত্রী বলেন, উল্লেখিত পরিকল্পনার আওতায় অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে : ২৪টি নৌপথ) প্রকল্প, ১২টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। বরিশ্বর-পায়রা নৌপথ এবং পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, পূণর্ভবা, তুলাই ও সোয়া নদীর নাব্যতা উন্নয়ন ও পুনঃরুদ্ধার শীর্ষক প্রকল্প প্রস্তাব সমীক্ষার পর অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সাঙ্গু, মাতামহুরী, কর্ণফুলী, ঘাঘট, বানার লোয়ার, নাগদা, জিনাই, গোমতী ও হাওর অঞ্চলে ১৮টি নদীর ক্যাপিটাল ড্রেজিং দ্বারা নাব্যতা বৃদ্ধি, নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, পর্যটন, জলাভূমি, ইকোসিস্টেম, সেচ এবং ল্যান্ডিং সুবিধাদি সমন্বিত নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা কাজগুলো চলমান রয়েছে।

প্রিয় সংবাদ/শান্ত 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...