পিক্সেল ২ স্মার্টফোনে ই-সিম সমর্থন করলেও এতে ন্যানো সিম স্লট আছে। ছবি: সংগৃহীত।

পিক্সেল ২ স্মার্টফোনে সিম কার্ড লাগবে না!

দ্য উন্মোচিত পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল স্মার্টফোনে সিম কার্ড ছাড়াই যোগাযোগ করা যাবে।

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৭, ১৩:৪৬ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৭:৩২
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৭, ১৩:৪৬ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৭:৩২


পিক্সেল ২ স্মার্টফোনে ই-সিম সমর্থন করলেও এতে ন্যানো সিম স্লট আছে। ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) পিক্সেল ২ স্মার্টফোন চালাতে আর সিম কার্ডের দরকার পড়বে না। ই-সিমের মাধ্যমে ফোন চালানো যাবে। রীতি ভঙ্গেরি এই বিষয়টিকে সাধুবাদ জানাল গুগলও। সদ্য উন্মোচিত পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল স্মার্টফোন সিম কার্ড ছাড়াই চলবে। যদিও ডিভাইসগুলো ন্যানো সিম স্লট আছে। তবে এতে ই-সিম ব্যবহার করা যাবে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৩ সংস্করণে এই ই-সিমের ব্যবহার দেখা গিয়েছিল। পিক্সেল ব্যবহারকারীরা ফোন সেটআপ করার সময় ভার্চুয়াল সিম ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে এটি ইনস্টল করে সার্ভিস সক্রিয় করা যাবে। হ্যান্ডসেট আপগ্রেড করার পর প্রত্যেকবার সিম খোলাটা কিছুটা ঝামেলারই বটে। ই-সিম এই সমস্যা থেকে গ্রাহকদের পরিত্রাণ দিচ্ছে।

গুগলের নিজস্ব ফাই প্রকল্পের স্মার্টফোনগুলোতে ই-সিম যুক্ত করা হয়েছে। তবে অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য গ্রাহককে রেগুলার সিম কার্ড ব্যবহার করতে হবে। তবে আশার কথা হলো কোন সিম কার্ড না কিনেই ই-সিমের মাধ্যমে খুব সহজেই সিমের সকল সুবিধা পাবে পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীরা। পিক্সেল ফোনে এ ফিচার ভবিষ্যত ই-সিম প্রযুক্তির আভাস দিচ্ছে।

সূত্র: এনগ্যাজেট  

প্রিয় টেক/মিজান

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...