ছবি সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন্স ডে এবং গোলাপ একই সূত্রে গাঁথা

ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিস্ময়কর কিছু তথ্য লুকিয়ে রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৩:৩২
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৩:৩২


ছবি সংগৃহীত

লাল গোলাপ বিনিময়ের মধ্যে দিয়ে তরুণ-তরুণীরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। ছবি: প্রিয়.কম।

(প্রিয়.কম) ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসেবে এ দিনটি বাংলদেশ তথা বিশ্বের সকল তরুণ-তরুণীর কাছে খুবই আনন্দের দিন।

দেশে বসন্তকে বরণের পরদিনই ভালোবাসা দিবসটিকে স্মরণীয় করে রাখতে তরুণ-তরুণীরা মেতে ওঠেন। শুধু তারাই নয়, ভালোবাসা-বাসী সকলেই মেতে ওঠেন  ভ্যালেন্টাইন ডে’তে। একটু সেজে, আবার কিছুটা ঘোরাফেরা। মূলত প্রিয়জনকে কিছুটা সময় দেওয়ার মাধ্যমেই সাধারণত এই দিবসটি পালন হয়ে থাকে।

ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিস্ময়কর কিছু তথ্য লুকিয়ে রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা।

জেনে নেওয়া যাক- ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে এবং গোলাপ সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য।

ভ্যালেন্টাইন ডে’তে রোমানদের উৎসব। ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইন ডে’তে রোমানদের এর উৎপত্তি সম্পর্কে ভিন্ন ভিন্ন গল্প শোনা যায়। এসবের মধ্যে একটি হলো- ধারণা করা হয় রোমানদের উৎসব লুপারকালিয়া থেকে উৎপত্তি হয়েছে এই ভ্যালেন্টাইন ডে’র। রোমানরা ওই উৎসবটি পালন করত ১৫ ফেব্রুয়ারি। এভাবে অনেক বছর পালনের পর পোপ জুলিয়াস উৎসবটি পালনের জন্য ১৪ ফেব্রুয়ারিকে বেছে নেন।

দক্ষিণ কোরিয়ায় ভ্যালেন্টাইন ডে’তে ‘রোমান্টিক হলিডে’ পালন করা হয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় লোকেরা প্রতি মাসের ১৪ তারিখটি বিভিন্ন ‘রোমান্টিক হলিডে’ পালন করে থাকেন। এসবের মধ্যে রয়েছে, ক্যান্ডেল ডে, ভ্যালেন্টাইন্স ডে, হোয়াইট ডে, ব্লাক ডে, রোজ ডে, সিলভার ডে, ওয়াইন ডে, হাগ ডে। এদের মধ্যে ব্যাচেলাররা শুধু মাত্র ব্লাক ডে'টি পালন করত। এদিন তারা কালো সিম ও নুডুলসের সংমিশ্রনে তৈরি এক ধরনের খাবার খেত।

লাল গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। ছবি: প্রিয়.কম

এই ১৪ ফেব্রুয়ারিতে আপনি হয়তো আপনার প্রিয়জনকে একটি ফুলের তোড়া দিয়েছেন। আর এতে অবশ্যই গোলাপ ফুল রয়েছে। কিন্তু একবারও কী ভেবে দেখেছেন ভালোবাসা দিবস উপলক্ষে কেনো আপনি গোলাপ ফুল দিচ্ছেন? ধারণা করা হয়, লাল গোলাপ রোমান দেবতা তথা বিশ্বের সকলের কাছে ভালোবাসার প্রতীক।

প্রথম ভালোবাসা দিবসের কার্ডটি ১৫ শতকে অর্লিন্সের ডিউক তার স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। আর তার স্ত্রীর নাম ছিল ভ্যালেন্টাইন।

অর্লিন্সের ডিউকের স্ত্রীর নাম ছিল ভ্যালেন্টাইন। পোর্টেট: সংগৃহীত

ভালোবাসা দিবসে গোলাপ ফুলের সংখ্যার ভিন্ন কিছু অর্থ রয়েছে। যেমন- একটি গোলাপ ফুল ব্যবহার করা হয় ব্রিফ রোমান্সের জন্য, দুইটি গোলাপ ব্যবহার করা হয় ক্ষমা প্রর্থনার জন্য, ১২টি গোলাপ দিয়ে তৈরি তোরণটি বিয়ের প্রস্তাবের জন্য এবং ৩৬টি গোলাপ দিয়ে তৈরি তোরণটি সত্যিকারের ভালবাসা প্রকাশে ব্যবহার করা হয়।

‘কিসিং’ শব্দটি মূলত এসেছে জার্মানির একটি শহরের নাম থেকে। অনেকে মনে করেন  ভ্যালেন্টাইন ডে’তে প্রেয়জনের ‘কিস’ সারা বছর আপনার সৌভাগ্য বয়ে আনবে।

উইলিয়াম শেকসপিয়রের রোমিও জুলিয়েটের শহর ইতালির ভেরোনা। প্রতি বছর ভালোবাসা দিবসে ভেরোনায় প্রায় ১ হাজার চিঠি পৌঁছায়। মজার বিষয় হলো, চিঠিগুলোর প্রাপকের ঠিকানার স্থলে জুলিয়েটের দেওয়া থাকে।

জার্মানিতে তরুণীরা ছেলেদের নাম সম্বলিত কার্ডসহ পেঁয়াজ গাছ রোপণ করে থাকে। ছবি: সংগৃহীত

জার্মানিতে এক ধরনের মিথ রয়েছে। দেশটির তরুণীরা কিছু ছেলেদের নাম সম্বলিত কার্ডসহ বেশ কয়েকটি পেঁয়াজ গাছ রোপণ করেন। তাদের বিশ্বাস প্রথম যে পেঁয়াজ গাছটি জন্মাবে আর সেখানে যার নাম থাকবে তিনিই হবেন তার লাইফ পার্টনার।

প্রিয় সংবাদ/রাকিব/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...