বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন সেতুমন্ত্রী। ছবি: সংগৃহীত

কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে মিয়ানমারের সুর নরম কেন: ওবায়দুল

‘আমাদের তরফ থেকে কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব আমাদের ওপর যে বাড়তি জনসংখ্যা চেপেছে, এই বাড়তি জনসংখ্যা আমাদের দেশ থেকে যেন তাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়, সেটার জন্য আমরা চাপ প্রয়োগ করব।’

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৭, ১৭:০৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১২:৩২
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৭, ১৭:০৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১২:৩২


বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন সেতুমন্ত্রী। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) রোহিঙ্গা ইস্যুতে সরকার ব্যর্থ হয়েছে বলে বিএনপির অব্যাহত সমালোচনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, ‘যদি কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হতো, তাহলে মিয়ানমারের সুর নরম হলো কেন?’ 

৮ অক্টোবর রোববার বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মন্ত্রী এ প্রশ্ন রাখেন।

সরকারের সময়োপযোগী উদ্যোগ সঙ্কট নিরসনে কাজে এসেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা অভিযান, বিতাড়ন এবং জাতিগত নিধন যখন চরম পর্যায়ে গিয়েছিল এবং এ অবস্থানে তারা অনড় ছিল, সেখানে মিয়ানমারের মন্ত্রী এসে জয়েন্ট ওয়ার্ক করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। যদি সুর নরম না হতো, অবস্থানের পরিবর্তন না হতো, তাহলে মিয়ানমারের মন্ত্রী কী করে বাংলাদেশে এসে আলোচনা করে জয়েন্ট ওয়ার্কের কথা বলে? আমাদের সবকিছুর জন্য একটু ঠাণ্ডা মাথায় অপেক্ষা করতে হবে। যদি কোনো ফাঁদে আমরা পা দিই, তাহলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে।’

কূটনৈতিকভাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের তরফ থেকে কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব আমাদের ওপর যে বাড়তি জনসংখ্যা চেপেছে, এই বাড়তি জনসংখ্যা আমাদের দেশ থেকে যেন তাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়, সেটার জন্য আমরা চাপ প্রয়োগ করব।’ 

সে সময় বিএনপি নেত্রীর দেশে না ফেরার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দেশে তিন দফা বন্যা হলো। এ রকম একটি গভীর সংকটে আজকে দেশ নিপতিত। তাদের (বিএনপি) নেত্রী দিনের পর দিন শুধু তারিখ দিয়েই যাচ্ছেন। তিনি দেশে আসছেন না।’

প্রিয় সংবাদ/শান্ত  

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...