ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লোগো। সংগৃহীত ছবি।

ঢাকা দক্ষিণের ওয়ার্ড কাউন্সিল নির্বাচনও স্থগিত

একইসাথে এ নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১২:৩৩ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:৩২
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১২:৩৩ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:৩২


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লোগো। সংগৃহীত ছবি।

(প্রিয়.কম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড কাউন্সিল ও ছয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। একইসাথে এ নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন গতকাল নির্বাচন স্থগিত চেয়ে ও নির্বাচনের তফসিল বাতিল চেয়ে গতকাল বুধবার রিট আবেদনটি করেন।

এ ছাড়া বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

প্রিয় সংবাদ/শিরিন/আরএ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...