নাটকের দৃশ্য/ ছবি: সংগৃহীত

জীবনের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে 'কনফিউজ দুইবার'

জীবনে কখনোই লক্ষ্যহীন ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে জীবনে প্রতিটি ক্ষেত্রেই সবার কাছ থেকে এমনকি কখনো কখনো নিজের কাছ থেকেও পালিয়ে বেড়াতে হয়।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮ আপডেট: ২৮ জুন ২০১৮, ১৮:৩৯
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮ আপডেট: ২৮ জুন ২০১৮, ১৮:৩৯


নাটকের দৃশ্য/ ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) জীবনের শুরুতেই ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য স্থির করতে ব্যর্থ হলে জীবনযুদ্ধে প্রতিটি মুর্হুতেই তখন একজন মানুষকে হতে হয় দ্বিধান্বিত। সেক্ষেত্রে বাস্তবতাকে পাশ কাটিয়ে ব্যক্তিজীবনের আবেগকে প্রাধান্য দিয়ে নিজের সামর্থ্যর বাহিরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ...।

আর সেটি জীবনে কেমন প্রভাব ফেলতে পারে, সেই বিষয়গুলোকে উপজীব্য করে নির্মিত ‘কনফিউস দুই বার’ টেলিফিল্মটি। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন- মীর আসাদউজ্জামান আরিয়ান। খুব শিগগিরই নাটকটি প্রচার হবে যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।

এতে অভিনয় করেছে ফারহান আহমেদ জোভান, আনন্দ খালেদ, জেসমিন মৌসুমী, সাগর হাসান এবং মিরাক্কেল খ্যাত ৩ স্টার জামিল হোসেন, শাওন মজুমদার, আনোয়ারুল আলম সজল এবং আরো রয়েছে নতুন মুখ নূর জামান রাজা ও নিশাত।

প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...