কুমিল্লা মেডিকেল কলেজ। ফাইল ছবি।

১১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুমিল্লা মেডিকেল কলেজ

আধিপত্য নিয়ে বৃহস্পতিবার রাত আড়াইটায় মেডিকেল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০১৮, ১৪:২২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:৩২
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০১৮, ১৪:২২ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:৩২


কুমিল্লা মেডিকেল কলেজ। ফাইল ছবি।

(প্রিয়.কম) ছাত্রাবাসে সংঘর্ষের জেরে ১১ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করছে প্রশাসন। ৫ জানুয়ারি শুক্রবার সকাল নয়টায় কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, আধিপত্য নিয়ে বৃহস্পতিবার রাত আড়াইটায় মেডিকেল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা কলেজ ছাত্রলীগের সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক।

এ ঘটনার তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছেন কলেজ প্রশাসন। প্রতিবেদন জমা দিতে তিন দিনের সময় দেওয়া হয়েছে এ কমিটিকে।

কলেজ বন্ধ ঘোষণার পর পরই শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছেন। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ঘটনায় জড়িতদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।

তিনি আরও জানান, হলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে সংঘর্ষের পুরো ঘটনাই পাওয়া গেছে। ঘটনা কারা ঘটিয়েছে, তা ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে।

প্রিয় সংবাদ/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...