মিসবাহ উল হক। ছবি: প্রিয়.কম

‘শেষ পর্যন্ত ব্যাট করতে পারলে হয়তো জিততাম আমরা’

৩৮ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে পিছিয়ে যায় মিসবাহ উল হকের দল। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মিসবাহ উল হক ও সিকান্দার রাজা।

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৯:০৬ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৯:১৬
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৯:০৬ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৯:১৬


মিসবাহ উল হক। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) রোববার খুলনা টাইটান্সের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে চার উইকেট হারায় চিটাগং ভাইকিংস। টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমত ব্যাকফুটে চলে যায় মিসবাহ উল হকের দল। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মিসবাহ উল হক ও সিকান্দার রাজা। পঞ্চম উইকেটে দু'জন মিলে গড়েন ৫৯ রানের জুটি।

২৭ বলে তিন চার ও দুই ছয়ে ৩৭ রান করা রাজাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পেসার শফিউল ইসলাম। এর ১০ রানের ব্যবধানে ফিরে যান মিসবাহও। তাতেই ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বন্দর নগরী চট্টগ্রামের দলটি। ম্যাচ হারলেও নিজের ও সিকান্দার রাজার উইকেট দু'টি আক্ষেপ হয়ে থেকেছে অধিনায়ক মিসবাহর কাছে।

তিনি ও সিকান্দার রাজা ম্যাচটি শেষ করে মাঠ ছাড়তে চেয়েছিলেন উল্লেখ করে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক বলেন, 'আমি ও সিকান্দার যেভাবে খেলছিলাম, স্রেফ খেলাটা শেষ করার ব্যাপার ছিল। আমরা শেষ করতে পারিনি। শেষ পর্যন্ত ব্যাট করতে পারলে জিততাম আমরা। কিন্তু দু'জন আউট হয়ে গেছি।'

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে হোঁচট খায় খুলনা টাইটান্স। স্কোরকার্ডে মাত্র ২৯ রান যোগ করতে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। কিন্তু মিডল অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম হয় মাহমুদউল্লাহ রিয়াদের দলটি।

শেষ দিকে কার্লোস ব্রাথওয়েটের ঝড়ে ১৭০ রানের দলীয় সংগ্রহ পেয়ে যায় তারা। শেষ তিন ওভার থেকেই আসে ৪৮ রান। মিসবাহ মনে করেন, এই তিন ওভারের মূল্য বেশ ভালোভাবেই দিতে হয়েছে তাদেরকে। বলেন, 'শেষ ৩ ওভারে ভাল না করার মূল্য দিতে হয়েছে আমাদেরকে। বোলিংয়ে ভাল শুরু করার পর এবং দ্রুত উইকেট নেওয়ার পর ওদেরকে দেড়শর বেশি রান করতে দেওয়া উচিত হয়নি।'

এদিন ষষ্ঠ উইকেটে আরিফুল হকের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন কার্লোস ব্রাথওয়েট। এর মধ্যে মাত্র ১৮ বলে ৫০ রান পূর্ণ করে আরিফুল-ব্রাথওয়েট জুটি। মাত্র ১৪ বলে দুই চার এবং তিন ছয়ে ৩০ রান আসে ব্রাথওয়েটের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি ব্যাটসম্যানকে আউট করার জন্য বিশেষ পরিকল্পনা ছিল উল্লেখ করে মিসবাহ বলেন, 'পরিকল্পনা ছিল কার্লোস ব্রাথওয়েটকে স্পিন খেলানো। আমরা জানি, পেস বোলিংয়ে সে খুব ভাল খেলে। ওরজন্য তাই প্রথমে বাঁহাতি স্পিনার, পরে লেগ স্পিনার এনেছি। একটা বাজি ছিল ওকে আউট করার জন্য।'

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...