চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। সংগৃহীত ছবি।

চট্টগ্রাম পলিটেকনিকে সহিংসতার ঘটনায় ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী আটক

ওসি আরও জানান, মেসের ছাদ থেকে আটটি রাম দা ও সাতটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১০:৩৮ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:০০
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১০:৩৮ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:০০


চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। সংগৃহীত ছবি।

(প্রিয়.কম) সহিংসতার ঘটনায় বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

২০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পলিটেকনিক এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়।

ওসি আরও জানান, মেসের ছাদ থেকে আটটি রাম দা ও সাতটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতা মনির হোসেন মনিরের সমর্থকদের সঙ্গে আশরাফ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগ কর্মীদের আটক করে।

প্রিয় সংবাদ/শিরিন/আরএ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...