শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের মাধ্যমে সংক্রামক রোগ না ছড়ানোর বিষয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, দেশের কোনো বেসরকারি মেডিকেল কলেজে সরকার নির্ধারিত ভর্তি ফি এর অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাইয়ূম আবদুল
কন্ট্রিবিউটর, সাভার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ১৭:৪৪ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ১০:৪৮
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ১৭:৪৪ আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ১০:৪৮


শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী

(প্রিয়.কম) রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে যাতে এইচআইভিসহ মারাত্মক কোনো সংক্রামক রোগ ছড়াতে না পারে সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

২৪ অক্টোবর মঙ্গলবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ নাসিম জানান, রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে যাতে এইচআইভি সহ মারাত্মক কোনো সংক্রামক রোগ ছড়াতে না পারে সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। তাদেরকে মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের সকল স্বাস্থ্যসেবা প্রদান করছে বাংলাদেশ সরকার। এছাড়া সরকারি হাসপাতালে নির্ধারিত ফি এর অতিরিক্ত নিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অন্য কোনো ফি নেয়ার সুযোগ নেই।

মন্ত্রী আরও বলেন, দেশের কোনো বেসরকারি মেডিকেল কলেজে সরকার নির্ধারিত ভর্তি ফি এর অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ ও গাজীপুর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিয় সংবাদ/রাকিব

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...