জেলার মানচিত্র

দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

সুবেদার আব্দুর রাজ্জাক জানান, রোববার রাতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পান্নাপুর বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৭, ২২:০০ আপডেট: ৩০ জুলাই ২০১৮, ০৪:৪৬
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৭, ২২:০০ আপডেট: ৩০ জুলাই ২০১৮, ০৪:৪৬


জেলার মানচিত্র

(প্রিয়.কম) নওগাঁর হাঁপানিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

২৪ জুলাই সোমবার ভোরে হাঁপানিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হাঁপানিয়ার শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (২৭)। তবে আটক অপর ব্যাক্তির নাম জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, রোববার রাতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পান্নাপুর বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় একই গ্রামের বাদলের ছেলে শরিফুল (৩৩) আহতবস্থায় পালিয়ে আসেন। তবে আটক অপর জনের নাম জানা যায়নি।

তিনি আরও বলেন, আটককৃতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপারে সত্যতা যাচায়ের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার কোম্পানি কমান্ডার আসলে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করা হবে।

প্রিয় সংবাদ/শান্ত 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...