বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

পেসারদের এমন পারফরম্যান্সের অপেক্ষাতেই ছিল বাংলাদেশ

বাউন্সি উইকেটে বুক সমান বাউন্সার দিয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের কতোটা ভোগাবেন বাংলাদেশের পেসাররা সেটা কিছুটা হলেও টের পাওয়া যাচ্ছে।

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৫:০০
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৫:০০


বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা সফরে শুরুটা ভালই হয়েছে বাংলাদেশের। তিনদিনের প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুমিনুল হকদের পর আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসাররা। বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের ব্যাটসম্যানদের বেশ ভালই পরীক্ষা নিয়েছেন মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের আট উইকেটের পাঁচটিই পকেটে পুরেছেন মুস্তাফিজ-তাসকিনরা।

মুশফিক, মুমিনুল ও সাব্বিরের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। ষষ্ঠ ওভারে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন আইজ্যাক ডিকগালেকে। আরেক ওপেনার ইয়াসিন ভাল্লিকে ফিরিয়েছেন ডানহাতি পেসার শুভাশিষ রায়। কয়েক ওভার পর লুইস ডি প্লয়ের উইকেট নেন শফিউল ইসলাম। মুস্তাফিজুর রহমানের একমাত্র শিকার প্রতিপক্ষের অধিনায়ক হেনরিক ক্লাসেন। ১৬ রান করে মুস্তাফিজের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

জুবায়ের হামজার ৬০ রানের ইনিংসে ভর করে ধ্বস সামাল দেয় দলটি। ইনিংসের ৩৭তম ওভারে তাসকিন আহমেদের বলে ইমরুল কায়েসের হাত ক্যাচ দেন হামজা। দলীয় ২৪৭ রানে শফিউলের দ্বিতীয় শিকার হন ম্যাথু ক্রিস্টেনসেন। মিগায়েল প্রিটোরিয়াসের ৪২ ও শন ভন বার্গের অপরাজিত ৬২ রানের সুবাদে আট উইকেট হারিয়ে ৩১৩ রান তুলে স্বাগতিকরা। ৯১তম ওভারে সাত রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে দলটি। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬ রান। লিটন কুমার দাস ২* ও ইমরুল কায়েস ৪* রানে অপরাজিত আছেন। চোটের কারণে এদিন ব্যাট করতে নামেননি তামিম ইকবাল। 

দক্ষিণ আফ্রিকার উইকেট পেস বোলিং সহায়ক হবে তা জানা কথাই। বিদেশের মাটিতে এমন উইকেটে কীভাবে বল করবেন তাসকিন-মুস্তাফিজরা তা দেখার অপেক্ষায় সবাই। মূল লড়াই শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। বাউন্সি উইকেটে বুক সমান বাউন্সার দিয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের কতোটা ভোগাবেন বাংলাদেশের পেসাররা সেটা কিছুটা হলেও টের পাওয়া যাচ্ছে।

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...