সতীর্থদের উদযাপনের মধ্যমণি সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

‘খেলব তো আমরা জেতার জন্যই’

যত সহজে বলেছেন কাজটা ঠিক ততটা সহজ নয়। কারণ দক্ষিণ আফ্রিকা সফর উপমহাদেশের দলগুলোর জন্য অগ্নিপরীক্ষারই সামিল।

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৭, ২১:২৫ আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১০:১৬
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৭, ২১:২৫ আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১০:১৬


সতীর্থদের উদযাপনের মধ্যমণি সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ‘খেলব তো আমরা জেতার জন্যই।’ শুক্রবার অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের এভাবেই প্রথম ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদি যত সহজে বলেছেন কাজটা ততটা সহজ নয়। কারণ দক্ষিণ আফ্রিকা সফর উপমহাদেশের দলগুলোর জন্য অগ্নিপরীক্ষারই সামিল। সেখানে প্রতিপক্ষ শুধু প্রোটিয়া ক্রিকেটাররাই নন। বিরুদ্ধ কন্ডিশন ও বাউন্সি উইকেটও পরীক্ষা নেয় সবার।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর দুইটায় কিম্বার্লিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচের আগে সাকিবের কথাও আবর্তিত হল দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে ঘিরে। তবে লক্ষ্যে কেবলই জয়। বলেন, ‘খেলব তো আমরা জেতার জন্যই। এমন কন্ডিশনে আমাদের কাজটা অবশ্যই কঠিন হবে। অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বাকি দলগুলোর জন্যও এটা একই রকম। দক্ষিণ আফ্রিকাও ২০১৫ সালে আমাদের দেশে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে। ম্যাচের ফলাফলে কন্ডিশন খুব বড় একটা ভূমিকা রাখে।’

কন্ডিশনের কথা মাথায় রেখে নিজেদের কাজটা ঠিকঠাক করে যেতে পারলেই ফলাফল পক্ষে আসবে বলে সাকিবের মত। তারকা এই অলরাউন্ডারের ভাষ্যমতে, ‘আমরা সবাই চেষ্টা করব যার যার সামর্থ্য অনুযায়ী খেলার। আমাদের চেষ্টা থাকবে যেন মূল জিনিসগুলো ঠিকমতো করতে পারি। ব্যাটিংয়ে ভাল শুরু, ভাল জায়গায় টানা বল করে যাওয়া। ব্যাটসম্যান-বোলাররা এই কাজগুলো ঠিকমতো করতে পারলে আমাদের সুযোগ বেশি। আর ফলাফল নিয়ে বেশি চিন্তা করলে ভাল করার সুযোগ কমে যায়।’

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দুই টেস্টেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। টেস্টে ভরাডুবির প্রভাব ওয়ানডেতে পড়বে কি না? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার মনে হয় না এর প্রভাব ওয়ানডেতে পড়বে। কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাট, আলাদা একটা জায়গা। দেশের বাইরে নিজেদের প্রমাণ করার এটা বড় একটা সুযোগ।’

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...