উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

‘১০ লাখ রোহিঙ্গাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই’

সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় বিরোধী দলীয় নেতা এ মন্তব্য করেন।

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৬:১৬
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ১৬:১৬


উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ‘১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় জর্জরিত। এখানে বেকার সমস্যা এবং কিছুটা খাদ্যঘাটতিও আছে। তার ওপর শরণার্থীর চাপ দেশের জন্য কঠিন হয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

এসময় তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

১৮ সেপ্টেম্বর সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় বিরোধী দলীয় নেতা এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘মিয়ানমারের শাসনক্ষমতার মূল নিয়ন্ত্রক সামরিক বাহিনীকে সামাল দিতে শুধু প্রতিবাদ জানালেই হবে না, দেশটির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়াতে হবে।’

বিরোধী দলীয় নেত্রী আরও বলেন, কফি আনান কমিশন যে সুপারিশ করেছে, তা মিয়ানমারকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে দীর্ঘদিন থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এবং নতুন করে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, সাংসদ কাজী ফিরোজ রশীদ, সাংসদ ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ সাংসদ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিয় সংবাদ/কামরুল

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...