কক্সবাজারের উখিয়ায় ত্রাণ বিতরণকারীদের উপর হামলা। ছবি: সংগৃহীত

ত্রাণ বিতরণকালে হামলা: যমুনা টিভির সাংবাদিক লাঞ্ছিত

আহতদের মধ্যে ত্রাণ বিতরণকারী, রোহিঙ্গা ও স্কাউট সদস্যরা আছে বলে জানা গেছে।

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৮:১৬
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৮:১৬


কক্সবাজারের উখিয়ায় ত্রাণ বিতরণকারীদের উপর হামলা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে যেয়ে হামলার শিকার হয়েছেন ময়মনসিংহের ভালুকা ক্লাবের সদস্যরা। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ক্যামেরা পারসন বায়েজিদ ইসলাম পলিন ঘটনা সম্পর্কে জানতে গেলে তার উপরও হামলার ঘটনা ঘটে। তাকে লাঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

১৭ সেপ্টেম্বর রোববার বিকালে কক্সবাজারের উখিয়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ত্রাণ বিতরণকারী, রোহিঙ্গা ও স্কাউট সদস্যরা আছে বলে জানা গেছে। উখিয়ার বালুখালীতে কিছু স্থানীয় বিএনপি নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু সংবাদমাধ্যমকে জানান, উখিয়ার বালুখালীতে প্রশাসনের নির্দেশনা অনুসারে ভালুকা ক্লাবের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হচ্ছিল। এ সময় কিছু বুঝে উঠার আগেই লাঠিসোটা নিয়ে বেশ কয়েকজন লোক তাদের উপর হামলা চালায়। 

পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য চেষ্টা করা হচ্ছে।

প্রিয় সংবাদ/আশরাফ

 

 

 

 

 

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...