ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ফাইল ছবি

আনিসুল হকের ‘সংক্রমণ’, নেওয়া হয়েছে ‘আইসিইউতে’

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে ‘সংক্রমণের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)’ স্থানান্তর করা হয়েছে।

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৭, ২২:০৮ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২০:০০
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৭, ২২:০৮ আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২০:০০


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ফাইল ছবি

(প্রিয়.কম) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে ‘সংক্রমণের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)’ স্থানান্তর করা হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আনিসুল হকের স্ত্রী রুবানা হক। 

এক মাসের মধ্যে আবারও মেয়রকে আইসিইউতে নেওয়া হলো।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে মেয়র আনিসুল হককে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান। 

 গত ৪ আগস্ট মস্তিস্কের রক্তনালিতে সংক্রমণের কারণে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল আনিসুল হককে। পরে ৩১ অক্টোবর অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিবৃতিতে জানানো হয়।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি। 

২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে তিনি লন্ডন যান। পরে অসুস্থ হয়ে পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

প্রিয় সংবাদ/শান্ত    

 

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...