মুশফিকুর রহিম ও চান্দিকা হাতুরুসিংহে। ছবি: সংগৃহীত

‘আল্লাহ যা করবেন, ভালর জন্যই করবেন’

এ নিয়ে না ভেবে মুশফিক বলছেন, আল্লাহ যা করবেন, ভালর জন্যই করবেন।

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ২২:১১ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:০০
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ২২:১১ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:০০


মুশফিকুর রহিম ও চান্দিকা হাতুরুসিংহে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন চান্দিকা হাতুরুসিংহে। হাতুরুসিংহের এমন সিদ্ধান্তে দলের আর সবার মতো বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও রীতিমতো অবাক। যদিও এ নিয়ে না ভেবে মুশফিক বলছেন, আল্লাহ যা করবেন, ভালর জন্যই করবেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নয় উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুশফিকদের দল রাজশাহী কিংস। তবে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে খুব বেশি প্রশ্ন শুনতে হয়নি ড্যারেন স্যামির ইনজুরিতে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া মুশফিককে। হাতুরুসিংহের পদত্যাগের বিষয়টি নিয়েই বেশি কথা বলতে হয়েছে তাকে।

কোচের পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে মুশফিক বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে পারব না। আশা করি, আল্লাহ যা করবেন, ভালর জন্যই করবেন। যত তাড়াতাড়ি সমাধান হয়, তত ভাল। বিপিএলের পর খুব দ্রুতই আমাদের সিরিজ আছে। যেটাই হোক, যেন খুব তাড়াতাড়ি মীমাংসা হয়।’

তবে হাতুরুসিংহের সিদ্ধান্তে মুশফিক অবাক। বলছেন, ‘ডিসিশন কী হয়েছে এখনও বলতে পারছি না। আর সবার মত আমিও শকড। কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম, এক সঙ্গে কাজ করেছি। জানি না কী কারণে হয়েছে। তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। আমরা এখানেই মনোযোগ দিচ্ছি।’

শোনা যাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন হাতুরুসিংহে। সেটা হলে আগামী জানুয়ারিতেই প্রতিপক্ষের কোচ হিসেবে হাতুরুসিংহের সাথে দেখা হবে মুশফিকদের। তবে মুশফিক এত দূরে দৃষ্টি দিচ্ছেন না, ‘অতদূর আমি আসলে ভাবিনি। এখন আমরা যেখানে আছি, যে দলের পক্ষে খেলছি, সেটা নিয়েই ব্যস্ত আছি।’

আর সবার মতো হাতুরুসিংহের পদত্যাগের কারণ মুশফিকের কাছেও রীতিমতো বিস্ময়ের। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি মনে করেন কোনও সুনির্দিষ্ট ক্রিকেটার বা দলের কারও ওপর খুশি নন, তাহলে সেটা আলাদা ব্যাপার। সত্যি বলতে আমরা জানি না উনি কেন এটা করেছেন। উনি নিজেও কোনও বিবৃতি দেননি কারণ জানিয়ে।’

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...