অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী ও মাদকসহ সাতজনকে গ্রেফতার করা হয়। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে হত্যা মামলার আসামিসহ সাত জন গ্রেফতার

৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল মজিদ নামে তিনজন মাদক ব্যবসায়ীসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৪১ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:১৬
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৪১ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৪:১৬


অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী ও মাদকসহ সাতজনকে গ্রেফতার করা হয়। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) লালমনিরহাটে শিশু আলো মনি হত্যা মামলার দুই আসামি ও মাদক ব্যবসায়ীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

১৮ নভেম্বর শনিবার গভীর রাতে জেলার তিন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রামের চার বছরের শিশু আলো মনি হত্যা মামলার আসামি লাকী বেগম ও আশরাফুল ইসলামকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

অন্যদিকে, জেলার আদিতমারী উপজেলায় ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ আমিনুল ইসলাম ও আতিয়ার রহমান, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল মজিদ নামে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।

একই সময় সদর উপজেলায় দেড় কেজি ভারতীয় গাঁজাসহ সোহেল রানা ও সাইদুল ইসলাম নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রিয়.কমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল পাঠানো হয়। 

প্রিয় সংবাদ/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...