দক্ষিণ আফ্রিকার সেই বিধ্বংসী ব্যাটসম্যান শেন ড্যাডসওয়েল। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে ৫৭ ছক্কায় একাই করলেন ৪৯০ রান!

৫০ ওভারের ম্যাচে দলের মোট রান ৬৭৭। এর মধ্যে সেই উইকেটরক্ষক ব্যাটসম্যানের একার সংগ্রহই ৪৯০ রান!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১২:৫২ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১১:৪৮
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১২:৫২ আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১১:৪৮


দক্ষিণ আফ্রিকার সেই বিধ্বংসী ব্যাটসম্যান শেন ড্যাডসওয়েল। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরিই বিশাল কীর্তি। অথচ ক্লাব পর্যায়ের ক্রিকেটে একজন খেলোয়াড় সেই ওয়ানডে ম্যাচেই কি না খেললেন ৪৯০ রানের ইনিংস! বিস্ময়কর হলেও এটিই সত্যি। দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ক্রিকেটার শেন ড্যাডসওয়েল শনিবার ১৫১ বলে ৫৭ ছক্কায় খেলেন ৪৯০ রানের অতিমানবীয় এক ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ২৬৮ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল আলি ব্রাউনের। চলতি বছর দিল্লির মোহিত খেলেছিলেন ৩৩০ রানের এক ইনিংস। অন্যদিকে ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড ভারতীয় ওপেনার রোহিত শর্মার দখলে। তবে এদিন ড্যাডসওয়েল ক্লাব ক্রিকেটে একাই খেললেন ৫০০ ছুঁইছুঁই এক অবিশ্বাস্য ইনিংস।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইটে পাওয়া সেই ম্যাচের স্কোরকার্ড। ছবি: সংগৃহীত

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইটে পাওয়া সেই ম্যাচের স্কোরকার্ড। ছবি: সংগৃহীত

নিজের ২০ তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকায় ক্লাব ক্রিকেটের ম্যাচে শনিবার মুখোমুখি হয় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি পুকে ও পোচ ড্রপ একাদশ। সেই ম্যাচে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির হয়ে বিস্ময় লাগানো ইনিংস উপহার দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যাডসওয়েল।

৫০ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ৬৭৭ রানের পাহাড় গড়ে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি। ১৫১ বলে ৫৭টি ছক্কা এবং ২৭টি চারের সাহায্যে ৪৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ড্যাডসওয়েল। রানের পাহাড় গড়তে তাকে যোগ্য সঙ্গ দেন রুয়ান হ্যাসব্রুকও। তিনি ৫৪ বলে ১২টি চার ও ৬টি ছক্কায় করেন ১০৪ রান।

সবমিলিয়ে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির ইনিংসে ৬৩টি ছক্কা এবং ৪৮টি চারের মার ছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে পোচ ড্রপ একাদশ ৯ উইকেট হারিয়ে সাকল্যে ২৯০ রান করতে সক্ষম হয়। ফলে ৩৮৭ রানের বড় ব্যবধানে জয় পায় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি।

প্রিয় স্পোর্টস/আশরাফ

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...