ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপথে। ছবি: সংগৃহীত

প্রকাশ্য রাস্তায় ভারতীয় খেলোয়াড়কে গণপিটুনি, দেখুন ভিডিওতে

গোটা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ১২:০২ আপডেট: ২৩ জুলাই ২০১৯, ১২:০২
প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ১২:০২ আপডেট: ২৩ জুলাই ২০১৯, ১২:০২


ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপথে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) নানা কারণে দেশের বিভিন্ন প্রান্তে গণধোলাইয়ের ঘটনা শিরোনামে উঠে আসছে। গণপিটুনির ঘটনায় এবার শিরোনামে ওঠে এলেন ভারতের জাতীয় স্তরের এক খেলোয়াড়।

কোনো এক কাজে বেরিয়েছিলেন দেবাংশ রানা নামের সেই শ্যুটার। হুট করেই তার রাস্তা আটকায় চার দুষ্কৃতিকারী।  বেধড়ক মারতে থাকে তাকে। ওই দুষ্কৃতিকারীদেরই একজন মারধোরের পুরো ঘটনাটির ভিডিও করেন। যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপথে। জাতীয় পর্যায়ের একজন শ্যুটারকে এভাবে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় তোলপাড় ভারতে। প্রশ্ন উঠেছে কেন এভাবে মারা হলো তাকে? কারণ নিয়ে নিজেও ধোঁয়াশায় ওই তরুণ খেলোয়াড়। ওই ঘটনায় ইতোমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে দেবাংশ রানা বলেন, ‘আমি তখন কাজে বেরিয়েছিলাম। আমচকাই আমার রাস্তা আটকে দাঁড়ায় চার দুষ্কৃতী। তারপরই সকলে মিলে বেধড়ক মারতে থাকে আমায়। বলে, আমি নাকি তাদের কোনো এক বন্ধুকে হুমকি দিয়েছি। তারই প্রতিশোধ নিতে মারধর করা হচ্ছে। তাদের মধ্যে একজন মোবাইলে ঘটনাটি ভিডিও রেকর্ড করে। তারপর সেটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।’

ভিডিওতে দেখুন সেই মারধরের ঘটনা-

আহত অবস্থায় কোনোক্রমে থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান রানা। ইতোমধ্যেই চার অভিযুক্তর মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তার হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, দেবাংশের বাবা দশেন্দ্র রানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই তিনি প্রথম ঘটনাটি জানতে পারেন। এমন পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়িয়েছেন বাবা। তবে দিনেদুপুরে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত দেবাংশ রানা ও তার পরিবার। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রিয় খেলা/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...