এই ছবিটাই প্রশ্ন তুলে দিয়েছে। ছবি: সংগৃহীত

ধোনির ওই রান আউটটা কি বৈধ ছিল? (ভিডিও)

ভিডিওতে দেখা যাচ্ছে, যে বলটিতে ধোনি আউট হন সেটা বৈধ বল ছিল না!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৯:৩৭ আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৯:৩৭
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৯:৩৭ আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৯:৩৭


এই ছবিটাই প্রশ্ন তুলে দিয়েছে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) শুরুতে উইকেট হারিয়ে বিপাকে পড়লেও মহেন্দ্র সিং ধোনি- রবীন্দ্র জাদেজার দুর্দান্ত জুটিতে ফাইনালের স্বপ্ন  দেখতে শুরু করেছিল ভারত। জাদেজা আউট হওয়ার পরও স্বপ্ন বেঁচে ছিল। কেননা তখনও ক্রিজে ছিলেন ধোনি। কিন্তু ধোনিও যখন রান আউটের শিকার হলেন তখন ভেঙ্গে যায় ফাইনালে যাওয়ার সেই স্বপ্ন।

ম্যাচ শেষে প্রশ্ন ওঠে, ধোনির ওই রান আউটটা কি বৈধ ছিল? সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, যে বলটিতে ধোনি আউট হন সেটা বৈধ বল ছিল না!

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম বলছে, তৃতীয় পাওয়ার প্লেতে পাঁচ জন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারেন। কিন্তু ধোনি যে বলে রান আউট হন তার আগেই টিভিতে প্রদর্শিত গ্রাফিক্সে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের ৬ জন ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে রয়েছেন।

আম্পায়ার যদি ওই বলটি নো বল কল করতেন তাহলে হয়তো ধোনি দুই রান নিতেন না। ভারতীয় ক্রিকেট সমর্থকরা বলছেন আম্পায়ার ভুলটা করেছেন। কারণ ওটা নো বল হলে পরের বলটি ফ্রি হিট হতো। হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত! তাহলে কি আম্পায়ারের ভুলের শিকার হয়েছেন ধোনি?

ভিডিওতে দেখুন-

এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যেমগুলোতে।

প্রিয় খেলা/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...