হাফিজের করা অদ্ভুত বলে অদ্ভুতভাবেই ব্যাট চালান সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

হাফিজের অদ্ভুত বোলিং, সৌম্যর অদ্ভুত ব্যাটিং (ভিডিও)

পরপর চার বল ডট গেলেও ওভারের শেষ বলটি অবশ্য বাউন্ডারিতে পাঠান সৌম্য। সেটাও অদ্ভুত এক শটে। কারণ হাফিজের করা বলটাও ছিল অদ্ভুত!

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ২২:২৯ আপডেট: ০৫ জুলাই ২০১৯, ২২:২৯
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ২২:২৯ আপডেট: ০৫ জুলাই ২০১৯, ২২:২৯


হাফিজের করা অদ্ভুত বলে অদ্ভুতভাবেই ব্যাট চালান সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়ে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি রূপ নিয়েছে স্রেফ আনুষ্ঠানিকতায়। ৫ জুলাই, শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ঐতিহাসিক লর্ডসে মুখোমুখি হয় দুই দল।

এদিন টস জিতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে দেখে শুনেই শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভারটি মেডেন হলেও দ্বিতীয় ওভারে মোহাম্মদ আমিরের কাছ থেকে ৮ রান আদায় করে নেন দুজন।

ইনিংসের তৃতীয় ওভারে আবারও আক্রমণে আসেন হাফিজ। ওভারের প্রথম বলটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নেন তামিম। পরের চার বল থেকে কোনো রান নিতে পারেননি সৌম্য। পরপর চার বল ডট গেলেও ওভারের শেষ বলটি অবশ্য বাউন্ডারিতে পাঠান বাঁহাতি এই ব্যাটসম্যান। সেটাও অদ্ভুত এক শটে। কারণ হাফিজের করা বলটাও ছিল অদ্ভুত!

হাফিজের করা করা সেই অদ্ভুত বলটির ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...