নিকি মিনাজ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে কনসার্টে গাইবেন নিকি মিনাজ, নারীদের পরতে হবে ‘আবায়া’

কনসার্টটিতে মদ নিষিদ্ধ থাকবে।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১৩:০৩ আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১৩:০৩
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১৩:০৩ আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১৩:০৩


নিকি মিনাজ। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) বিতর্কিত মার্কিন র‌্যাপার নিকি মিনাজ সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ১৮ জুলাই আয়োজিত এক কনসার্টে গান গাইবেন।

৩ জুলাই, বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক সংবাদে জানিয়েছে, কনসার্টটিতে মদ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া নারীদের পরিধান করতে হবে আবায়া (বিশেষ বোরকা)।

দিন বদলের হাওয়া লেগেছে সৌদি আরবে। ধর্মীয় রীতির কঠোর পালনকারী এই দেশটির সাম্প্রতিক সময়ে প্রাচীন রূপ পরিবর্তন হতে দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক সৃষ্টি হলেও কেউ কেউ তাদের বেশ প্রশংসা করছেন।

গত কয়েক মাসে বিশ্বের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা অনুষ্ঠান করেছেন সৌদি আরবে। আর এর পেছনে সায় রয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের।

প্রিয় বিনোদন/মিঠু/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...