‘অ্যানাবেল’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকায় আবার গা ছমছম করা ‘অ্যানাবেল’

ছবির গল্প লিখেছেন গ্যারি ডবারম্যান। ‘অ্যানাবেল’ এর আগের দুটি কিস্তির গল্পও তিনিই লিখেছিলেন।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১৩:৫৭ আপডেট: ২৭ জুন ২০১৯, ১৪:০৬
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১৩:৫৭ আপডেট: ২৭ জুন ২০১৯, ১৪:০৬


‘অ্যানাবেল’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ভৌতিক ছবির দর্শকদের বেশ ভালোভাবেই জানা আছে ‘অ্যানাবেল’র কথা। ২০১৪ সালে মুক্তি পাওয়া ওই ছবির হাঁড় হিম করা দৃশ্যের কথা মনে করলে এখানো গা ছমছম করে ওঠে। ভয়ংকর এক পুতুলের গল্প নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পরপরই জায়গা করে নিয়েছিল বক্স অফিসের শীর্ষে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এর সিক্যুয়াল ‘অ্যানাবেল: ক্রিয়েশন’। এটিও প্রত্যাশিত সাফল্যের ফসল ঘরে তোলে।

যার ধারাবাহিকতায় এবার আসছে অ্যানাবেল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং কনজ্যুরিং ইউনিভার্সের সপ্তম ছবি ‘অ্যানাবেল কামস হোম’।

২৮ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের ঢাকার স্টার সিনেপ্লক্সেও মুক্তি পাবে ছবিটি।

২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে স্টার সিনেপ্লেক্সের গণমাধ্যম ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছবির গল্প লিখেছেন গ্যারি ডবারম্যান। ‘অ্যানাবেল’র আগের দুটি কিস্তির গল্পও তিনিই লিখেছিলেন।

তবে ‘অ্যানাবেল কামস হোম’ এর মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে তার। ছবিটি প্রযোজনা করেছেন জেমস ওয়ান এবং পিটার সাফরান।

প্রিয় বিনোদন/মিঠু/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...