জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে জান্নাতুল পিয়া। ছবি: ফেসবুক

‘আমি যতবার খেলা দেখতে মাঠে গিয়েছি, বাংলাদেশ কখনো হারেনি’ (ভিডিও)

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ১৪:৫৭ আপডেট: ২৬ জুন ২০১৯, ১৪:৫৭
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ১৪:৫৭ আপডেট: ২৬ জুন ২০১৯, ১৪:৫৭


জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে জান্নাতুল পিয়া। ছবি: ফেসবুক

(প্রিয়.কম) ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে এখনো সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

চলমান আসরের শুরু থেকেই মাঠ থেকে বিশ্বকাপের সকল আপডেট জানাতে গাজী টেলিভিশনের (জিটিভি) হয়ে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফেরদৌসের সঙ্গে সাক্ষাৎ হয় তার। নিয়ে নেন ছোট্ট একটি সাক্ষাৎকারও।

ওই সাক্ষাৎকারেই মজার একটি তথ্য জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। আর তা হলো - তিনি যতবার মাঠে গেছেন বাংলাদেশের খেলা দেখতে, কোনো সময়ই ম্যাচ হারেনি লাল-সবুজরা।

এ নিয়ে ফেরদৌসের ভাষ্য, ‘মজার বিষয় হচ্ছে আমি মাঠে থেকে কখনো বাংলাদেশকে হারতে দেখিনি। যতবার বাংলাদেশের খেলা দেখতে গিয়েছি ততবার বাংলাদেশ জিতেছে।’

এ সময় ফেরদৌস জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফির সঙ্গে রয়েছে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ নিয়ে ফেরদৌস বলেন, ‘টিম টাইগারদের প্রত্যেক খেলোয়াড়ই আমার প্রিয়। তবে মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালরা সবাই আমার প্রিয়।’ 

বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে ফেরদৌস আরও বলেন, ‘এবারের বিশ্বকাপে , দারুণ খেলছে বাংলাদেশ। চাপমুক্ত হয়ে খেলতে পারলেই হবে। আমার তো মনে হয়, আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি।’

প্রিয় খেলা/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...