বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘এমন আচরণের জন্য অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত’

দুটি টেস্ট খেলার জন্য আগামী বছর জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ২০২৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের কোনো টেস্ট নেই।

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ১০:৩৩ আপডেট: ২৩ জুন ২০১৯, ১০:৩৩
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ১০:৩৩ আপডেট: ২৩ জুন ২০১৯, ১০:৩৩


বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৯ বছর পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখন পর্যন্ত মাত্র দুইবার অস্ট্রেলিয়া সফরে যায় বাংলাদেশ। 

গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। তারপরও আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া। ধারাবাহিক ভালো ক্রিকেটের পরও তাদের মাটিতে সিরিজ না খেলার আক্ষেপ থাকারই কথা বাংলাদেশের ক্রিকেটারদের। সর্বশেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই আক্ষেপের কথা কিছুটা হলেও প্রকাশ করতে পেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের টার্গেট তাড়া না করতে পারলেও ৩৩৩ রান করেছে বাংলাদেশ।

এতে অস্ট্রেলিয়ার মাটিতে কেন বাংলাদেশের সিরিজ নেই সেটির কড়া সমলোচনা করেছেন দেশটির ক্রীড়া  সাংবাদিকরাই। এটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন তারা। বিষয়টিকে ভীষণ হতাশার বলে মনে করেন বিবিসির সাংবাদিক জিম ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত সাংবাদিক মেলিন্ডা ফারেল বলছেন, ‘এমন আচরণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত।’

এমনকি নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামেও (এফটিপি) নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ! দুটি টেস্ট খেলার জন্য আগামী বছর জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে বর্তমান এফটিপিতে ২০২৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের কোনো টেস্ট নেই।

এ নিয়ে হতাশা প্রকাশ করেন  ইংলিশ গণিমাধ্যম দ্যা গার্ডিয়ানের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দলের ক্রিকেট সংবাদ সংগ্রহকারী অ্যাডাম কলিন্স। টুইটে তিনি লিখেছেন, ‘অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো বাংলাদেশকে ক্রিকেট বিশ্বের আবর্জনা হিসেবেই বিবেচনা করবে। আমাকে অবাক করেছে, ২০২৩ সাল পর্যন্ত এফটিপি অনুযায়ী একটি সিরিজও খেলবে না বাংলাদেশ! এটি লজ্জার!’

নটিংহ্যামে ম্যাচ শেষে বিবিসির বিখ্যাত সাংবাদিক অস্ট্রেলিয়ান জিম ম্যাক্সওয়েল এক বিশ্লেষণে বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এ জায়গাটায় মনযোগী হওয়া উচিত। আগেরবার টেস্ট খেলতে গিয়েও যোগ্য সম্মান পায়নি টাইগাররা উল্লেখ করে ম্যাক্সওয়েল বলেন, ‘ওরা(বাংলাদেশ) অস্ট্রেলিয়ায় খেলার খুব বেশি সুযোগ পায় না। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আরও মনযোগী হতে হবে। ১৬ বছর আগেও তারা যে দুটি টেস্ট খেলেছে তা ডারউইনে আর কেয়ার্নসের মতো মাঠে হয়েছে। ক্রিকেটকে এগিয়ে নিতে চায় এমন লোকদের জন্য এটা হতাশারই।’

প্রিয় খেলা/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...