সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

মাদকের বিরুদ্ধে প্রচারে সঞ্জয় দত্ত!

সঞ্জয় দত্তর ভূমিকা ঠিক কী হবে সেটা জানানো হবে ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ১৫:৫৫ আপডেট: ১৯ জুন ২০১৯, ১৫:৫৫
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ১৫:৫৫ আপডেট: ১৯ জুন ২০১৯, ১৫:৫৫


সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ভারতীয় সরকারের মাদকবিরোধী প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত।

ইউনিয়ন সোশাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘সঞ্জয় হলেন এমন একজন আইকন যিনি মাদক ব্যবহারে তার অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলেছেন। তরুণ প্রজন্মের কাছে ড্রাগ ব্যবহারের অপকারিতা নিয়ে বার্তা দেওয়ার জন্য আমাদের মনে হয়েছে তিনিই উপযুক্ত মানুষ।’

মাদকবিরোধী কার্যকলাপের জন্য জাতীয় অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত চলবে এই কার্যকলাপ। নজর দেওয়া হবে সচেতনতা বাড়ানোর দিকে, কাউন্সেলিং-ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশনের দিকে।

সঞ্জয় দত্তর ভূমিকা ঠিক কী হবে সেটা জানানো হবে ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে।

১৯৮১ সালে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও সঞ্জয় প্রণয়ধর্মী থেকে শুরু করে হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে সফলতা অর্জন করেছেন। নাট্যধর্মী ও মারপিঠধর্মী চলচ্চিত্রে গ্যাংস্টার, গুন্ডা ও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সমাদৃত হয়েছেন।

প্রিয় বিনোদন/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...