বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং জাপান ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টর শিনজো কাগাওয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে জাপানের ফুজিৎসু

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মানবসম্পদকে উচ্চতর প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউট বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করবে।

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ২০:৩২ আপডেট: ১৭ জুন ২০১৯, ২০:৩২
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ২০:৩২ আপডেট: ১৭ জুন ২০১৯, ২০:৩২


বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং জাপান ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টর শিনজো কাগাওয়া। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) দেশের আইটি সেবা ও পণ্য বিশ্ববাজারে সম্প্রসারণ, আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, জাপান ও বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউট একযোগে কাজ করবে।

১৭ জুন, সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং জাপান ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টর শিনজো কাগাওয়া।

অনুষ্ঠানে বলা হয়, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মানবসম্পদকে উচ্চতর প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউট বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করবে। এসব প্রশিক্ষণের কোর্স কারিকুলামের মধ্যে থাকবে বিগ-ডাটা, ডাটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, রোবটিক্স, ব্লক চেইন, সাইবার সিকিউরিটি ইত্যাদি।

এ ছাড়া ফুজিৎসু হাই-টেক পার্কগুলোতে বিদেশি বিশেষ করে জাপানি বিনিয়োগকারিদের আকৃষ্টকরণে কাজ করবে।

এই সমঝোতার আওতায় ফুজিৎসু আইটি ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, স্টার্ট-আপ এবং উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং এবং ওয়ার্কশপের পরিকল্পনা ও বাস্তবায়ন করবে। এ ছাড়াও বাংলাদেশে আইটি বিজনেস হাব সৃষ্টিতে বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে কাজ করবে ফুজিৎসু।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি উপস্থিত ছিলেন।

প্রিয় প্রযুক্তি/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...