২০১৯-২০ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট প্রতিক্রিয়া শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের আইটি অ্যাসোসিয়েশনগুলো। ছবি: সংগৃহীত

অনলাইন কেনাকাটায় কর অব্যাহতি চায় বেসিস

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘এবারের বাজেটে সোশ্যাল মিডিয়া ও ভার্চ্যুয়াল ব্যবসায় সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হয়েছে।’

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১৯:৩২ আপডেট: ১৬ জুন ২০১৯, ২০:০৯
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১৯:৩২ আপডেট: ১৬ জুন ২০১৯, ২০:০৯


২০১৯-২০ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট প্রতিক্রিয়া শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের আইটি অ্যাসোসিয়েশনগুলো। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) অনলাইন কেনাকাটায় কর অব্যাহতির দাবি জানিয়েছে দেশের সফটওয়্যার খাতের সংগঠন বেসিস।

সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন।

বাজেট পেশ করার পর ১৬ জুন, রবিবার বেসিসসহ আইটি অ্যাসোসিয়েশনগুলো ঘোষিত বাজেট প্রতিক্রিয়া প্রকাশের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে আইটি অ্যাসোসিয়েশনগুলো নিজ নিজ খাতের পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া তুলে ধরে।

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘এবারের বাজেটে সোশ্যাল মিডিয়া ও ভার্চ্যুয়াল ব্যবসায় সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হয়েছে। দেশের ই-কমার্স খাতকে ভার্চ্যুয়াল ব্যবসার ভেতরে ফেলায় নতুন এ খাতটির অগ্রগতির জন্য তা বাধার সৃষ্টি করবে। আমরা তাই বিকাশমান এই খাতের জন্য আগামী কয়েক অর্থ বছরের জন্য ভ্যাট অব্যাহতির দাবি জানাই।’

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহীদ-উল-মুনীর বলেন, ‘কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশে ও হার্ডওয়্যার পণ্যে ৫ শতাংশ আগাম কর অব্যাহতি প্রয়োজন। ২৪ ইঞ্চি পর্যন্ত মনিটরের ওপর মূসক প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।’

এ ছাড়া তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার সংজ্ঞায় হার্ডওয়্যারকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইন, আইএসপিএসবি সভাপতি আমিনুল হাকিম।

প্রিয় প্রযুক্তি/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...