সংবাদ সম্মেলন বয়কট করে বড়সড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছে লঙ্কানরা। ছবি: সংগৃহীত

বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা

ম্যাচ শেষে ১৫ মিনিটের বেশি সময় অপেক্ষা করার পরও সংবাদ সম্মেলন কক্ষে পা রাখেননি শ্রীলঙ্কার কোনো খেলোয়াড়, কোচ কিংবা কর্মকর্তা।

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১৮:০৫ আপডেট: ১৬ জুন ২০১৯, ১৮:০৫
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১৮:০৫ আপডেট: ১৬ জুন ২০১৯, ১৮:০৫


সংবাদ সম্মেলন বয়কট করে বড়সড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছে লঙ্কানরা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) বিতর্কটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের নামার আগে থেকেই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিপক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বিতর্কের জম্ম দেয় শ্রীলঙ্কা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না এসে নতুন করে বিতর্কের জম্ম দিয়েছে লঙ্কানরা। তাতে বেশ বড়সড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছে ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

১৫ জুন বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হয় শ্রীলঙ্কা। এদিন জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ৮৭ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দিমুথ করুনারত্নের দল। অজিদের বিপক্ষে হারের পর নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা দলের কেউ!

ম্যাচ শেষে ১৫ মিনিটের বেশি সময় অপেক্ষা করার পরও সংবাদ সম্মেলন কক্ষে পা রাখেননি শ্রীলঙ্কার কোনো খেলোয়াড়, কোচ কিংবা কর্মকর্তা। পরে জানা যায়, শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে কাউকে পাঠাতে চায়নি।

আইসিসির নিয়মে স্পষ্ট বলা আছে, ম্যাচ শেষে অন্তত একজন খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে পাঠাতে হবে। কিন্তু রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাউকে পাঠায়নি লঙ্কানদের টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে, পিচ নিয়ে আইসিসির পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদস্বরুপ সংবাদ সম্মেলন বয়কট করেছে তারা।

এ বিষয়ে আইসিসি কিংবা শ্রীলঙ্কা ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইসিসির নিয়ম অমান্য করায় বেশ বড় শাস্তিই অপেক্ষা করছে শ্রীলঙ্কার জন্য! এ ছাড়া জরিমানার খড়গেও পড়তে হতে হতে পারে লঙ্কানদের।

প্রিয় সংবাদ/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...