প্রতীকী ছবি

ভারতের মিশোতে বিনিয়োগ করছে ফেসবুক

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই প্রথম ফেসবুক দেশটির কোনো স্টার্টআপে বিনিয়োগ করতে যাচ্ছে।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১১:২৭ আপডেট: ১৬ জুন ২০১৯, ১১:২৭
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১১:২৭ আপডেট: ১৬ জুন ২০১৯, ১১:২৭


প্রতীকী ছবি

(প্রিয়.কম) ভারতের স্থানীয় স্টার্টআপ মিশো। এই স্টার্টআপটিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই প্রথম ফেসবুক দেশটির কোনো স্টার্টআপে বিনিয়োগ করতে যাচ্ছে।

জানা গেছে, স্টার্টআপটি মূলত সোশ্যাল মিডিয়া ও উদ্যোক্তাদের মেলবন্ধন স্থাপনে সাহায্য করে। এই প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে একজন বিক্রেতা সহজেই তাদের পণ্য বিক্রি করতে পারে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তার এই পণ্য বিক্রি করতে পারে এর ব্যবহারকারীরা।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে ফেসবুক কত বিনিয়োগ করতে যাচ্ছে তা জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি স্টার্টআপটিও।

ভারতে থাকা ফেসবুকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতে প্রতিনিয়তই ইন্টারনেট ইকোসিস্টেম বৃদ্ধি পাচ্ছে। মিশোতে ক্ষুদ্র বিনিয়োগের মধ্য দিয়ে যুব উন্নয়ন এবং নারী উদ্যোক্তা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ফেসবুক।

প্রিয় প্রযুক্তি/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...