প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন বিকেলে

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১০:২৬ আপডেট: ১৪ জুন ২০১৯, ১০:২৬
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১০:২৬ আপডেট: ১৪ জুন ২০১৯, ১০:২৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) আজ শুক্রবার (১৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন।

১৩ জুন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকে পাঠানো প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা যায়। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ১৯তম এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট প্রস্তাব। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...