সমালোচনার মুখে সোনাম কাপুর। ছবি: সংগৃহীত

ধর্ম নিয়ে ইঙ্গিত করে টুইট, সমালোচনার মুখে সোনাম কাপুর

‘শিশুমৃত্যু নিয়ে কোনো রাজনীতি করবেন না। দয়া করে ঘৃণা ছড়াবেন না।’ আলিগড়ের ঘটনার নিন্দা করে টুইটে আবেদন সোনাম কাপুরের৷

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৭ জুন ২০১৯, ১৭:৩৬ আপডেট: ০৭ জুন ২০১৯, ১৭:৩৬
প্রকাশিত: ০৭ জুন ২০১৯, ১৭:৩৬ আপডেট: ০৭ জুন ২০১৯, ১৭:৩৬


সমালোচনার মুখে সোনাম কাপুর। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ‘শিশুমৃত্যু নিয়ে কোনো রাজনীতি করবেন না। দয়া করে ঘৃণা ছড়াবেন না।’ আলিগড়ের ঘটনার নিন্দা করে টুইটে আবেদন সোনাম কাপুরের৷ এই টুইটের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সোনাম কাপুর।

ক্ষোভের কারণ কাঠুয়া কাণ্ডের সময় করা সোনমের একটি টুইট। যে টুইটে সোনাম কাঠুয়ার আট বছরের মেয়েকে ‘দেবী স্থান’ মন্দিরে গণধর্ষণ ও খুনের পর নিজেকে লজ্জিত বলেছিলেন৷ সেই টুইটের কথা অভিনেত্রী ভুলে গিয়েছেন কি না জানা নেই। তবে নেটিজেনরা যে ভোলেননি তার প্রমাণ মিলল এদিন।

আলিগড়ের ঘটনা নিয়ে সোনম টুইটে লেখেন, ‘ওই শিশুটির সঙ্গে যা হয়েছে তা মর্মান্তিক। একই সঙ্গে ভয়াবহ৷ শিশুটি ও তার পরিবারের জন্য প্রার্থনা করব৷ আর সবাইকে বলব নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনাকে হাতিয়ার করবেন না৷ ছোট্ট একটি মেয়ের মৃত্যু হয়েছে৷ দয়া করে ঘৃণা ছড়াবেন না।’

কাঠুয়ার কাণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়৷ সেই ঘটনায় জড়িত অভিযোগে বেশ কিছু হিন্দুকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। আলিগড়ে দু’বছরের একটি হিন্দু মেয়েকে নৃশংসভাবে খুন করে জঞ্জালে ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। শিশুটিকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে৷ যদিও তা প্রমাণিত হয়নি। এই ঘটনায় দুই সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...