প্রতীকী ছবি

রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪

সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৪ জুন ২০১৯, ১৪:০০ আপডেট: ০৪ জুন ২০১৯, ১৪:০১
প্রকাশিত: ০৪ জুন ২০১৯, ১৪:০০ আপডেট: ০৪ জুন ২০১৯, ১৪:০১


প্রতীকী ছবি

(প্রিয়.কম) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

৪ জুন, মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার সম্বুরপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন (৩৯) ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম ও রিংকু।

কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং ছয়জন আহত হয়।

নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি। 

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...