ছবি: সায়মা সুলতানা

ইফতারিতে সময় বাঁচাবে ১০ মিনিটের পাকোড়া!

সময় বাঁচাতে আজ সায়মা সুলতানা নিয়ে এলেন খুবই সহজ একটি রেসিপি। মাত্র ১০ মিনিটেই পরিবেশন সম্ভব সুস্বাদু এই খাবারটি।

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১৫:১১ আপডেট: ৩১ মে ২০১৯, ১৫:১১
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১৫:১১ আপডেট: ৩১ মে ২০১৯, ১৫:১১


ছবি: সায়মা সুলতানা

(প্রিয়.কম) দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে রমজান মাস। এমন সময়ে আয়োজন করে ইফতারের ব্যবস্থা অনেকেই করতে পারেন না। একদিকে ইবাদত, অন্যদিকে মাসব্যাপী রোজা রাখার ক্লান্তি। তাছাড়া শপিং বা অতিথি আপ্যায়ন তো আছেই। তাই সময় বাঁচাতে আজ সায়মা সুলতানা নিয়ে এলেন খুবই সহজ একটি রেসিপি। মাত্র ১০ মিনিটেই পরিবেশন সম্ভব সুস্বাদু এই খাবারটি।

যা লাগবে

  • বাঁধাকপি মিহি কুচি ১ কাপ
  • গাজর কুচি আধা কাপ
  • ময়দা দেড় কাপ
  • অল্প হলুদ গুঁড়া
  • গোলমরিচ টালা গুঁড়া ২ চা চামচ
  • লবণ স্বাদমত

প্রণালি

  • বাঁধাকপি কুচি আর গাজর কুচি বাটিতে নিয়ে উপরের সব উপকরণের সঙ্গে আধা কাপ পানি দিয়ে মেখে নিন। খামিরটা খুব বেশি পাতলা কিংবা ঘন হবে না।
  • এবার গরম করে নেওয়া ডুবো তেলে মাঝারি আঁচে বাদামী করে ভেজে তুলুন।
  • টমেটো সস কিংবা তেতুলের চাটনির সঙ্গে পরিবেশন করুন।

প্রিয় লাইফ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...