টেলিফিল্মটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘বার্ডস আই’—এক অতিপ্রাকৃতিক মানুষের গল্প

টেলিফিল্ম ‘বার্ডস আই’; এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও জাকিয়া বারি মম।

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১৭:৫২ আপডেট: ২৫ মে ২০১৯, ১৭:৫২
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১৭:৫২ আপডেট: ২৫ মে ২০১৯, ১৭:৫২


টেলিফিল্মটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) শুধু রোমান্টিক গল্প নয়, এক অতিপ্রাকৃতিক মানুষের গল্পও। যে মানুষটি যা বলে, হয়ে যায় সেটি। ভাবনার সঙ্গে মিলে যায় সময়ের গল্প। এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বার্ডস আই’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ প্রামাণিকজাকিয়া বারি মম

রচনা ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। বঙ্গ প্রযোজিত নাটকটির চিত্রনাট্য করেছেন মতিয়া মানু শুকু।

এ বিষয়ে মনোজ বলেন, ‘পেখম চরিত্রে অভিনয় করা ছেলেটির মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। সত্যি বলছি আমি এর আগে যত চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে এটি উল্লেখ করার মতো একটা চরিত্র। অভিনয় করে হৃদয় জুড়িয়ে গেছে। প্রশান্তি পেয়েছি খুব।’

এই অভিনেতা আরও বলেন, ‘কাজটি আমার সেরা একটি কাজ হবে। আশা করি দর্শকরাও উপভোগ করবেন।’

বার্ডস আইয়ের গল্প নিয়ে প্রশংসা করলেন মমও। তিনি বললেন, ‘এমন গল্পে কাজ করতে সত্যিই আনন্দ লাগে। দর্শকরা দেখেও আনন্দ পান। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

এনটিভির ঈদ আয়োজনে ‘বার্ডস আই’ প্রচার হবে বলে প্রিয়.কমকে ২৫ মে, শনিবার জানান পরিচালক রাজু।

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...