আরুক মুন্সি দেখতে অবিকল যেন বঙ্গবন্ধু। ছবি: সংগৃহীত

দেখতে হুবহু বঙ্গবন্ধু, স্বপ্নও দেখেন বঙ্গবন্ধুর মতো

চোখে সেই কালো চশমা এবং আধা-পাকা চুল আঁচড়ানো লোকটির শুধু পোশাকেই নয়, চেহারাতেও রয়েছে অবিকল সেই মিল।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১৫:১৮ আপডেট: ২৫ মে ২০১৯, ১৫:১৮
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১৫:১৮ আপডেট: ২৫ মে ২০১৯, ১৫:১৮


আরুক মুন্সি দেখতে অবিকল যেন বঙ্গবন্ধু। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) লোকটির নাম আরুক মুন্সি। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার গ্রামে জন্ম, সেখানেই বেড়ে ওঠা, কিন্তু চাকরির কারণে এখন ঢাকায় থাকেন। তবে সুযোগ পেলেই ছুটে যান টুঙ্গিপাড়ায়, যেখানে কেটেছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরসহ জীবনের লম্বা সময়।

প্রথম দেখায় যে কেউ ভুল করবে বঙ্গবন্ধু ভেবে। হ্যাঁ, অবাক শোনালেও এটিই সত্যি। গায়ে সাদা পাজামা-পাঞ্জাবি ও মুজিব কোট। আর চোখে সেই কালো চশমা এবং আধা-পাকা চুল আঁচড়ানো লোকটিকে দেখে জাতির জনক বঙ্গবন্ধু ভেবে যে কেউ এই ভুলটি করবেন। কারণ, শুধু পোশাকেই নয়, চেহারাতেও রয়েছে অবিকল সেই মিল।

বঙ্গবন্ধুর সঙ্গে তার চেহারার মিল এতটাই যে, হঠাৎ করে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন। বিশেষ করে যখন তিনি বঙ্গবন্ধুর মতো পোশাক পরে বের হন, তখন সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে। কৌতূহলে তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে-প্রাণে ধারণ করেন তিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় নানা অনিয়ম আর অনাচার তাকে কষ্ট দেয়। এরপরেও স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধু-কন্যা প্রধানমনস্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আরও এগিয়ে যাবে।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...