নতুন সংগৃহীত ১৫টি বিলাসবহুল এসি বাসের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহন সেবা পরিচালনা করা হবে। ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস চালু

বুধবার গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৭:২৮ আপডেট: ২২ মে ২০১৯, ১৭:২৮
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৭:২৮ আপডেট: ২২ মে ২০১৯, ১৭:২৮


নতুন সংগৃহীত ১৫টি বিলাসবহুল এসি বাসের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহন সেবা পরিচালনা করা হবে। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির বিলাসবহুল একতলা এসি বাস সার্ভিসের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ‍ওবায়দুল কাদের।

২২ মে, বুধবার গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

সেতুমন্ত্রী জানান, নতুন সংগৃহীত ১৫টি বিলাসবহুল এসি বাসের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহন সেবা পরিচালনা করা হবে।

বিআরটিসির নারায়ণগঞ্জ বাস ডিপোর মাধ্যমে পরিচালিত এ রুটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মেয়র হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাঢ়া হয়ে মন্ডলপাড়ায় বাসগুলো চলাচল করবে।

ঢাকা-নারায়ণগঞ্জ এ রুটের ১৮ কিলোমিটার (এক পথে) দূরত্বে জনপ্রতি ঢাকা-চাষাঢ়া ৫০ টাকা এবং ঢাকা-মন্ডলপাড়া ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গণপরিবহনের সক্ষমতা ও যাত্রীসেবার মান বাড়াতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির জন্য ৬০০টি বাস ও ৫০০টি ট্রাক সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ৬০০টি বাসের মধ্যে ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা এসি সিটি, ১০০টি একতলা এসি ইন্টারসিটি ও ১০০টি একতলা নন-এসি বাস রয়েছে। ইতোমধ্যে ৬০০টি বাসের মধ্যে ১৭৯টি এবং ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি বিআরটিসি’র বহরে যুক্ত হয়েছে।

প্রিয় সংবাদ/কামরুল/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...