মাইনুল আহসান নোবেল। ছবি: স্ক্রিনশট

ভিডিওতে দেখুন নোবেলের পিয়ানো ভার্সন ‘তোমার মনের ভেতর’

‘তোমার মনের ভেতর’ গানটি লিখেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। সুর-সঙ্গীতায়োজনও করেছেন তিনি। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন সোমি চ্যাটার্জি।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৪:৫৭ আপডেট: ২২ মে ২০১৯, ১৪:৫৭
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৪:৫৭ আপডেট: ২২ মে ২০১৯, ১৪:৫৭


মাইনুল আহসান নোবেল। ছবি: স্ক্রিনশট

(প্রিয়.কম) ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ দিয়ে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের তরুণ মাইনুল আহসান নোবেল। গত ৩১ মার্চ, রবিবার দুপুরে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ‘তোমার মনের ভেতর’ গানটি। এই গানটি ঢাকার ছেলে নোবেলের প্রথম মৌলিক গান। এবার এই গানটির পিয়ানো ভার্সনের নতুন একটি ভিডিও নোবেল তার ফেসবুক পেজ ‘নোবেল মেন’-এ শেয়ার দিয়েছেন। ভিডিওতে নোবেলকে গানটি প্লেব্যাক করতে দেখা গেছে।

ভারতের বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমায় রয়েছে নোবেলের গাওয়া ‘তোমার মনের ভেতর’ গানটি। এই সিনেমার নাম ‘ভিঞ্চিদা’। কিছু দিন আগেই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়। সেখানে নোবেলের কণ্ঠে ‘তোমার মনের ভেতর’ শিরোনামের গানটির একটি অংশ শোনা যায়। যেটি শুনে নোবেলের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পুরো গানটি শোনার। পরে ৩১ মার্চ দুপুরে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ‘তোমার মনের ভেতর’ গানটি।

এবার ২১ মে, মঙ্গলবার নোবেলের ইউটিউব চ্যানেল ‘নোবেল মেন’ এ আপলোড করা হয়েছে গানটির পিয়ানো ভার্সনের ভিডিও। ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে গানটি। হাজার হাজার লাইক আর কমেন্ট পড়তে দেখা গেছে গানটিতে।

‘তোমার মনের ভেতর’ গানটি লিখেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। সুর-সঙ্গীতায়োজনও করেছেন তিনি। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন সোমি চ্যাটার্জি।

নোবেলের ‘তোমার মনের ভেতর’ গানটি দেখুন এখানে-

প্রিয় বিনোদন/আশরাফ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...