এক সঙ্গে ছয় সন্তানের জন্ম। ছবি: সংগৃহীত

একসঙ্গে ছয় সন্তান জন্ম দিলেন মা!

ছয় সন্তানের মধ্যে চারজন মেয়ে। দু-জন ছেলে। প্রত্যেক বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১.৩ কিলোগ্রাম।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১১:৫৯ আপডেট: ২২ মে ২০১৯, ১১:৫৯
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১১:৫৯ আপডেট: ২২ মে ২০১৯, ১১:৫৯


এক সঙ্গে ছয় সন্তানের জন্ম। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) একসঙ্গে ছয় সন্তান্তের জন্ম দিলেন এক মা। পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালে সিজার করে এই ছয় নবজাতকের জন্ম হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আপাতত ছয় নবজাতক ও মা সুস্থ আছেন। পোল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মা একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন। 

ওই হাসপাতালের চিকিৎসক মারিয়া বোল্ডকওস্কার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, ছয় সন্তানের মধ্যে চার জন মেয়ে ও দুই জন ছেলে। প্রত্যেক বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১.৩ কিলোগ্রাম। গর্ভধারণের ২৯ সপ্তাহ পরে সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা। তবে কবে এই ছয় সন্তানের জন্ম হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ নেই।

তিনি আরও জানান, একসঙ্গে ছয় শিশু জন্মানোয় ভবিষ্যতে যাতে কোনো বাচ্চার বিকাশে কোনো ত্রুটি বা সমস্যা না তৈরি হয় তার জন্য এখন সবাইকে ইনকিউবেটরে রাখা হয়েছে।

প্রিয় জটিল/রুহুল/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...