বাগদত্তা এমিনে গুলসেকে নিয়ে এরদোয়ানের ইফতার পার্টিতে মেসুত ওজিল। ছবি: সংগৃহীত

এক টেবিলে ইফতার সারলেন ওজিল-এরদোয়ান

এই দুজনের সম্পর্ক যে এখনো আগের মতো অটুট রয়েছে তার প্রমাণ মিলল আরও একবার।

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১৩:০৪ আপডেট: ২১ মে ২০১৯, ১৩:০৪
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১৩:০৪ আপডেট: ২১ মে ২০১৯, ১৩:০৪


বাগদত্তা এমিনে গুলসেকে নিয়ে এরদোয়ানের ইফতার পার্টিতে মেসুত ওজিল। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে সম্পর্কটা বেশ দারুণ আর্সেনাল ও জার্মানীর সাবেক  মিডফিল্ডার মেসুত ওজিলের।

গেল বছর রাশিয়া বিশ্বকাপের আগে সতীর্থ ইলকায় গুন্দোগানকে নিয়ে এরদোয়ানের নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার পর তোপের মুখে পড়েছিলেন ওজিল। তবুও এরদোয়ানের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটেনি রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারের।

তাদের সম্পর্ক যে এখনো আগের মতো অটুট রয়েছে তার প্রমাণ মিলল আরও একবার।

১৮ মে, শনিবার ইস্তানবুলে অটোমান যুগের দলমাবাহাস রাজপ্রাসাদে রাজকীয় এক ইফতার পার্টির আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট। আর সেখানে বাগদত্তা আমিন গুলসেকে নিয়ে এরদোয়ানের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন ওজিল। এ সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তাদের। 

ওজিল-গুলসের মাঝখানে এরদোয়ান। ছবি: সংগৃহীত

এদিকে দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা এমিনে গুলসের সঙ্গে শিগগিরই গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন ওজিল। ইতোমধ্যে বিয়েতে অতিথি হিসেবে প্রেসিডেন্ট এরদোয়ানকে বিশেষ নিমন্ত্রণপত্র তুলে দিয়েছেন ওজিল ও গুলসে।

প্রিয় খেলা/আশরাফ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...