কিশোরগঞ্জ হাওরাঞ্চলে নির্মিত হলো বাহেরবালী sesdp মডেল উচ্চ বিদ্যালয়। ছবি সংগৃহীত

বিদ্যালয়ে আসতে একমাত্র বাহন নৌকা

প্রত্যন্ত এলাকা থেকে স্কুলে আসতে ছাত্রছাত্রীদের একমাত্র বাহন নৌকা।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১০:৫৫ আপডেট: ২০ মে ২০১৯, ১০:৫৫
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১০:৫৫ আপডেট: ২০ মে ২০১৯, ১০:৫৫


কিশোরগঞ্জ হাওরাঞ্চলে নির্মিত হলো বাহেরবালী sesdp মডেল উচ্চ বিদ্যালয়। ছবি সংগৃহীত

(প্রিয়.কম) কিশোরগঞ্জ হাওরাঞ্চল। এখানে সিসিকের উদ্যোগে নির্মিত হলো বাহেরবালী sesdp মডেল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি চারপাশে পানিতে ঘেরা থাকে বছরে অন্তত ৯মাস। এ সময় প্রত্যন্ত এলাকা থেকে বিদ্যালয়ে আসতে ছাত্র-ছাত্রীদের একমাত্র বাহন নৌকা।

তবে সেজন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিদ্যালয় থেকে নৌকা সরবরাহ করা হয়ে থাকে। চারপাশ পানিতে আবদ্ধ থাকলেও কোনো আধুনিক বিদ্যালয় থেকে পিছিয়ে নেই বাহেরবালি মডেল উচ্চ বিদ্যালয়। এখানে হাতে কলমে বিজ্ঞানাগারে কাজ করার সুযোগ পাচ্ছে। শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে আছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, সরকার সিসিকের এই স্কুলগুলোকে জাতীয়করণ বা সরকারিকরণ করলে অবহেলিত এই অঞ্চলের অনেকটাই উপকৃত হবে।

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...