নুরুজ্জামান জনি। ছবি:সংগৃহীত

গৌরীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নুরু মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১১:৪৯ আপডেট: ১৮ মে ২০১৯, ১১:৪৯
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১১:৪৯ আপডেট: ১৮ মে ২০১৯, ১১:৪৯


নুরুজ্জামান জনি। ছবি:সংগৃহীত

(প্রিয়.কম) ময়মনসিংহের গৌরীপুরে নুরুজ্জামান জনি (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

১৭ মে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ওই গ্রামে নুরুজ্জামান জনির সঙ্গে নুরু মিয়া নামে একজনের মামলাসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনিকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, একটি মারামারির ঘটনায় ২০১৮ সালের ১৮ মার্চ জনিকে আসামি করে মামলা করে নুরু মিয়া। মূলত ওই ঘটনার জেরে চলে আসা বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, নুরু মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...