এই বলটি ডেলিভারি দিতে পারেননি ডেভিড উইলি। ছবি: সংগৃহীত

অল্পের জন্য পা ভেঙে যাওয়া থেকে বাঁচলেন ইংলিশ পেসার (ভিডিও)

পাকিস্তানের বিপক্ষে বাঁহাতি এই ইংলিশ পেসারের যে অভিজ্ঞতা হয়েছে, মাঠে এমন অভিজ্ঞতা হয়তো আর কোনো ক্রিকেটারেরই হয়নি।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ২০:১৫ আপডেট: ১৪ মে ২০১৯, ২০:১৫
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ২০:১৫ আপডেট: ১৪ মে ২০১৯, ২০:১৫


এই বলটি ডেলিভারি দিতে পারেননি ডেভিড উইলি। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টির তৃতীয় ওভারের খেলা চলছিল। তৃতীয় ওভারের প্রথম বলটি করার জন্য দৌড় শুরু করেন ইংলিশ পেসার ডেভিড উইলি। আম্পায়ারকে পেরিয়ে ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে থেমে যেতে হয় বাঁহাতি এই পেসারকে। অবশ্য বলা উচিত থামতে বাধ্য হতে হয় তাকে। কারণ আরেকটু হলেই উইলির বাম পা ভেঙে যেতে পারতো।

আম্পায়ারের কাছে পৌঁছাতেই ইংলিশ এই অলরাউন্ডারের বাম পা বেঁকে যায়। গর্তের মধ্যে পা পড়াতে দৌড়ের গতি কমাতে বাধ্য হন উইলি। তার পা যেখানে পড়েছিল, সেখানে ড্রেনেজের মুখ ছিল। ঘাসের প্রলেপসহ শক্ত কভার দিয়ে সেটিকে আটকে রাখা হয়েছিল। উইলির পা ড্রেনেজের কভারের এক পাশে পড়ায় কভারটি ভেঙে যায়। পরে দায়িত্বরতরা এসে সেটা ঠিক করেন। আরেকটু এদিক সেদিক হলেই উইলির পা ভেঙে যেত পারতো। দেখুন ভিডিওতে।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...