জাতীয়তাবাদী মহিলাদলের মিছিল। ছবি সংগৃহীত

খালেদা জিয়া কারামুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে: রিজভী

সরকার ধর্ষক ও খুনিদের কারাগারে আটকে না রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতাকর্মীদের কারাগারে আটকে রেখেছেন।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১৫:০৬ আপডেট: ১১ মে ২০১৯, ১৫:০৬
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১৫:০৬ আপডেট: ১১ মে ২০১৯, ১৫:০৬


জাতীয়তাবাদী মহিলাদলের মিছিল। ছবি সংগৃহীত

(প্রিয়.কম) গণতন্ত্রকে কারাগারে প্রকোষ্ঠিত করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে ফরমায়েশি রায়ের মাধ্যমে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি বলেন, ‘সরকার জানে খালেদা জিয়া কারামুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে। গণতন্ত্র মুক্ত হলে অন্যায়ের প্রতিবাদ হবে। সেজন্য দুর্নীতির সঙ্গে জড়িত না থাকার পরও দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

১১ মে, শনিবার কিশোরগঞ্জের নার্স তানিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলটি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের মোড় ঘুরে আবার অফিসে এসে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাইকারী হারে নারী নির্যাতন হচ্ছে। প্রধানমন্ত্রী ও স্পিকার নারী হওয়ার পরও নারীদের ওপর এ সামাজিক অপরাধ রোধ করতে পারছেন না। কারণ এসব অপরাধে যারা জড়িত তারা অধিকাংশই সরকার দলীয় লোকজন হওয়ায় অপরাধের বিচার থেকে পার পেয়ে যাচ্ছে। কেননা সরকার ধর্ষক ও খুনিদের কারাগারে আটকে না রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতাকর্মীদের কারাগারে আটকে রেখেছেন।’

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...