ইরফান খান। ছবি: সংগৃহীত

খোলা চিঠিতে মানসিক অবসাদে ভোগার কথা জানালেন ইরফান

ক্যানসারের সঙ্গে নিজের লড়াই যে সহজ ছিল না, সেটি ভুলে যাননি ইরফান। আবারও এক খোলা চিঠিতে মানসিক অবসাদের কথা তুলে ধরলেন অভিনেতা।

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ২১:১৯ আপডেট: ০৯ মে ২০১৯, ২১:১৯
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ২১:১৯ আপডেট: ০৯ মে ২০১৯, ২১:১৯


ইরফান খান। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) গত বছর প্রকাশ্যে আসে ইরফান খানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান। দুই মাস আগে চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজের দেশে ফিরেছেন এই বলিউড অভিনেতা। ক্যানসারকে জয় করে কাজে ফিরেছেন ইরফান। কর্কটরোগ থেকে মুক্তি পেয়ে কাজে ফিরতে ইরফানকে মানসিকভাবে অনেকটা শক্ত হতে হয়েছে।

উদয়পুরের গরমকে হার মানিয়ে সেখানে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিং করছেন তিনি। তবে ক্যানসারের সঙ্গে নিজের লড়াই যে সহজ ছিল না, সেটি ভুলে যাননি ইরফান। আবারও এক খোলা চিঠিতে মানসিক অবসাদের কথা তুলে ধরলেন অভিনেতা। গণমাধ্যমের উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখে তিনি জানালেন তার এই লড়াইয়ের কথা।

ইরফান লিখেছেন, ‘শেষ কয়েকটা মাস ছিল সুস্থ হওয়ার লক্ষ্যে একটা পথের যাত্রা। যেন একটা সময়কাল, যেটা আমায় ক্ষত সারাতে সাহায্য করেছে, আমার অবসাদের সঙ্গে লড়াই করতে শিখিয়েছে আর শিখিয়েছে সিনেমা আর বাস্তব জীবনের মুখোমুখি হতে।’

‘ক্যানসার ধরা পড়ার পর একেবারেই ভেঙে পড়েছিলাম। চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। আজ আমি কিছুটা সুস্থ। চোখের সামনে বেঁচে থাকার তাগিদ পাচ্ছি। ধীরে ধীরে মনে হচ্ছে, লড়াইটা জিততে পেরেছি। ছোট ছোট পদক্ষেপ নিয়েছিলাম বড় সাফল্যের জন্য। চিকিৎসার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। এই কঠিন সময়টা আমাকে বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে।’

এর আগে দেশে ফিরেই টুইটারের মাধ্যমে অগুনতি ভক্তকে ধন্যবাদ জানিয়েছিলেন ইরফান। এবার তিনি মন খুলে আন্তরিক ধন্যবাদ জানালেন সংবাদমাধ্যমের সেই সব বন্ধুকে, যারা তার এই কঠিন লড়াইয়ে সমানে পাশে থেকেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন। ইরফান লিখলেন, ‘আমি নিজের জীবনকে ভালোবাসি। এই জীবনের জন্যই পৃথিবীকে চোখ মেলে দেখতে পাচ্ছি। আমার ভক্তদের, সংবাদমাধ্যমকে এই সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

ইরফান তার নোটে আরও লিখেছেন, ‘আমি জানি আপনারা সবাই উৎসুক আমার সঙ্গে কথা বলার জন্যে, আমার এই লড়াইয়ের গল্প শোনার জন্য। আমি নিজেই ভিতরে ভিতরে সেই অভিজ্ঞতাকে উপলব্ধি করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি ধীরে চলছি। চেষ্টা করছি আস্তে আস্তে কাজের জগতের সঙ্গে আরও একবার মানিয়ে নিতে। আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনার জন্যে আমি কৃতজ্ঞ। আপনারা যেভাবে আমাকে সময় দিয়েছেন এই কঠিন সময়ে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ধৈর্য এবং ভালোবাসা প্রদর্শনের জন্যে অনেক অনেক ধন্যবাদ।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...