ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র।

বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট, প্রধান শিক্ষক গ্রেফতার

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১২:৩৩ আপডেট: ০৯ মে ২০১৯, ১২:৩৩
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১২:৩৩ আপডেট: ০৯ মে ২০১৯, ১২:৩৩


ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র।

(প্রিয়.কম) শ্রেণিকক্ষে ইংরেজি প্রথম পত্রের পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে চোখ হারায় ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত। এই ঘটনায় দায়ের করা মামলায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

৮ মে, বুধবার দুপুরে নবীনগর থানা পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। রিফাত বাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

এর আগে গত ১০ এপ্রিল রিফাতকে বেত্রাঘাত করা হয়। রিফাত জানায়, বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক জাবেদ মিয়ার বেত্রাঘাতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ এপ্রিল রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানিজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেন। গত ১০ এপ্রিল রিফাতকে বেত্রাঘাত করেন জাবেদ মিয়া।

এ সময় তার বাম চোখে আঘাত লাগে। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার চোখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রিয় সংবাদ/রুহুল 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...